বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

চাহিদা আড়াই লাখ লিটার সরবরাহ মাত্র ৫০ হাজার

চমেক হাসপাতালে তীব্র পানি সংকট

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে আমেনা বেগম ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার তিন দিন আগে তার সন্তানকে ভর্তি করান। তার অভিযোগ, হাসপাতালে পানির ব্যবস্থা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ভর্তির পর থেকেই পানি সংকটে আছি। নিয়মিত বাইরে থেকে পানি কিনে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে।’ পানির এ সংকটকে পুঁজি করে হাসপাতালের বাইরের দুটি গণশৌচাগারে চলছে পানি বাণিজ্য। চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে দৈনিক আড়াই লাখ লিটার পানির চাহিদা আছে। কিন্তু ওয়াসা থেকে মাত্র ৫০ হাজার লিটার পানি পাওয়া যায়। তাও অনিয়মিত। কখনো এলে কখনো আসে না। অথচ এ হাসপাতালের ৪০টি অন্তঃবিভাগের ১৩৪৮টি অনুমোদিত শয্যায় গড়ে আড়াই হাজার রোগী ভর্তি থাকে। এর সঙ্গে আছে ১৪টি বহির্বিভাগে প্রায় দেড় হাজার রোগী। আছে রোগীর সঙ্গে দুই থেকে তিনজন স্বজন। সব মিলে দৈনিক প্রায় সাত হাজার মানুষ থাকে ৪০ হাজার বর্গকিলোমিটার এলাকার প্রায় ৫ কোটি জনসাধারণের সরকারি এ হাসপাতালে। কিন্তু এখানে ওয়াসার পানি সরবরাহ ৫০ হাজার লিটার। এর বাইরে আছে দুটি পানির ট্যাংক। এ দুই ব্যবস্থার ওপরই রোগীদের ভরসা করতে হয় বলে জানা যায়। 

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, পানির সংকট দীর্ঘদিনের। তবে আমরা এ সংকট নিরসনের একটি উদ্যোগ নিয়েছি। ১ লাখ ৪৪ লাখ টাকা ব্যয়ে ৫০ হাজার গ্যালন ধারণক্ষমতার একটি রিজার্ভার, দুটি গভীর নলকূপ স্থাপনের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর