বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাড়ি সরকারের না হলে কীভাবে আমাকে উচ্ছেদ করে : মওদুদ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘আদালতের রায় অনুযায়ী গুলশানে আমার বাড়ি নিয়ে বোঝাপড়া হবে মালিকের সঙ্গে, সরকারের সঙ্গে নয়। এ নিয়ে প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে।’ গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ মামলায় হেরে যাওয়ার পরও তিনি কীভাবে গুলশানের সেই বাড়িতে থাকেন। মওদুদ বলেন, প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য দেওয়া হয়নি। তাকে ভুল তথ্য দেওয়া হয়েছে। তিনি হয় তো জানেন না, সুপ্রিমকোর্টের রায়ে এটা প্রমাণিত হয়েছে, এই বাড়িটি সরকারি নয়। সরকারি বাড়ি না হয়ে থাকলে সরকার কী করে আমাকে উচ্ছেদ করে। রায়ের মাধ্যমে বলা হয়েছে, এই বাড়ির মালিক মিসেস ইঙ্গে ফ্লাটসের। অনেক আগেই তিনি মারা গেছেন। ওয়ারিশ সূত্রে এই বাড়ির মালিক তার পুত্র করিম সুলাইমান। অ্যাটর্নি জেনারেল নিজেই এ নিয়ে কাগজপত্র আদালতে হাজির করেছেন। সুতরাং বাড়ির মালিকের সঙ্গে এ নিয়ে আমার বোঝাপড়া হবে। সরকারের এখানে কিছু করার নেই।

সর্বশেষ খবর