বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ট্রাম্পের ঘোষণা বাংলাদেশের জন্য ইতিবাচক : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

ট্রাম্পের ঘোষণা বাংলাদেশের জন্য ইতিবাচক : তোফায়েল

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনই টিপিপি (ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ) চুক্তি বাতিলের যে ঘোষণা দিয়েছেন সেটি বাংলাদেশের বাণিজ্যে ইতিবাচক ফল বয়ে আনবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশের বহুল বিতর্কিত টিপিপি চুক্তি বাতিল করবেন ট্রাম্প। এটি আমাদের জন্য ভালো। মন্ত্রী গতকাল সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মূল্যায়ন রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

সর্বশেষ খবর