বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ ১৪১ প্রতিষ্ঠান পাচ্ছে ট্যাক্স কার্ড

কার্ডধারীরা পাবেন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ব্যক্তি বা সিআইপির মর্যাদা

নিজস্ব প্রতিবেদক

আজ দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডসহ সারা দেশের সেরা করদাতা ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড প্রদান করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজধানীর শেরেবাংলানগরে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে ‘আয়কর সপ্তাহ ২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সেরা করদাতা হিসেবে ৭৬ জন ব্যক্তি ও ৬৫টি ব্যবসা-প্রতিষ্ঠানের কর্ণধারের হাতে এ ট্যাক্স কার্ড প্রদান করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এনবিআর জানিয়েছে, ঢাকা বিভাগের (কর অঞ্চল-গাজীপুর ও নারায়ণগঞ্জ ছাড়া) সব জেলার সেরা করদাতা ও দীর্ঘমেয়াদি করদাতাদের সম্মাননা প্রদান এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সম্প্রসারিত তালিকাভিত্তিক সর্বোচ্চ করদাতাদের ট্যাক্স কার্ড প্রদান করা হবে। ট্যাক্স কার্ডধারী করদাতারা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ব্যক্তি বা সিআইপির মর্যাদা পাবেন। তারা বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার করতে পারবেন, তারকাসহ সব আবাসিক হোটেলে বুকিংয়ে অগ্রাধিকার পাবেন। জাতীয় অনুষ্ঠান এবং সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। ভ্রমণের ক্ষেত্রে বিমান, রেলপথ ও জলপথে সরকারি যানবাহনে টিকিটপ্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। ট্যাক্স কার্ডধারীর স্বামী-স্ত্রী, পুত্র-কন্যা ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধাপ্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন।  এনবিআর আরও জানিয়েছে, এবার ব্যক্তিপর্যায়ে ট্যাক্স কার্ড দিতে ‘বিশেষ শ্রেণি’ ও ‘আয়ের উৎস বা পেশা’ নামের দুটি শ্রেণি করা হয়েছে। বিশেষ শ্রেণির মধ্যে ক্যাটাগরি রয়েছে পাঁচটি। এগুলো হচ্ছে : সিনিয়র সিটিজেন, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, নারী ও তরুণ। আর আয়ের উৎস বা পেশার মধ্যে ক্যাটাগরি রয়েছে ১৩টি। এগুলো হচ্ছে : ব্যবসায়ী, বেতনভোগী, ডাক্তার, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, হিসাববিদ, নতুন করদাতা, খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রী, শিল্পী (গায়ক-গায়িকা) এবং অন্যান্য। এবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডসহ মোট চারটি প্রতিষ্ঠান সেরা করদাতা নির্বাচিত হয়েছে। বাকি তিনটি প্রতিষ্ঠান হলো মিডিয়া স্টার লিমিটেড, ট্রান্সক্রাফট লিমিটেড ও মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেড। ইস্ট  ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের অধীনে রয়েছে দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, বেসরকারি সংবাদভিত্তিক টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর, দৈনিক কালের কণ্ঠ, ডেইলি সান, অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও রেডিও ক্যাপিটাল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর