বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

শেয়ারবাজারে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন

৮৫০ কোটি টাকার শেয়ার ব্লক মার্কেটে

নিজস্ব প্রতিবেদক

পাঁচ বছরের মধ্যে রেকর্ড লেনদেন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৪৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা প্রায় ৮৫০ কোটি টাকা বেশি। সংশ্লিষ্ট সূত্র বলছে, ২০১১ সালের ২৮ জুলাইয়ের পর এটা ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। গত এক মাসে ডিএসইতে গড় লেনদেন ৫০০ কোটি টাকার বেশি হয়নি। সর্বশেষ লেনদেন সম্পর্কে সূত্র জানায়, এটা স্বাভাবিক বিষয়। কোনো অঘটন বা ভিন্ন কারণে ঘটেনি। গতকাল ব্লক মার্কেটে আরও কয়েকটি কোম্পানির লেনদেন হয়েছে; যার ফলে হঠাৎ করে লেনদেনে উল্লম্ফন দেখা গেছে।জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রায় ৮৫০ কোটি টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। এটি স্পন্সরের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে গেছে, যার ফলে লেনদেন এত বেড়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহের চতুর্থ দিনে ডিএসইর সূচক ডিএসইএক্স প্রায় ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬৫ পয়েন্ট হয়েছে। লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১২০টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম। ব্লক মার্কেট ছাড়া ডিএসইতে লেনদেন হয়েছে ৬৫০ কোটি টাকার শেয়ার। এ ছাড়া ব্লক মার্কেটে ৭টি কোম্পানি ও একটি মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ১৩ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৯৭৪টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৮৪০ কোটি ৫৪ লাখ টাকা। ব্লক মার্কেটে কেপিসিএল ছাড়াও লেনদেন হয়েছে বিএটিবিসি, বার্জার পেইন্টস, বিএসআরএম স্টিল, সিটি ব্যাংক ও যমুনা অয়েলের। জানতে চাইলে শেয়ারবাজার বিশ্লেষক আবু আহমেদ বলেন, ‘এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এতে বিনিয়োগকারীদের কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তবে ব্লক মার্কেট থেকে কেউ শেয়ার কিনে বাইরে লেনদেন করলে তা আশঙ্কার হতো। কিন্তু তা হয়নি। আগামীকাল (আজ) দেখা যাবে লেনদেন আবার আগের ধারাবাহিকতায় হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর