বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাঁচ বছরে ৩ হাজারের বেশি শ্রমিক নিহত

সংবাদ সম্মেলনে তথ্য

নিজস্ব প্রতিবেদক

২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত গত পাঁচ বছরে সারা দেশে বিভিন্ন দুর্ঘটনায় কর্মক্ষেত্রে থাকাবস্থায় ৩ হাজার ৮১ জন শ্রমিক নিহত হয়েছেন। এর মধ্যে শুধু অগ্নিকাণ্ডে মারা গেছেন ৩৭৩ জন। সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি নামে একটি সংগঠনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে তাজরীন অগ্নিকাণ্ডের স্মরণে এক সংবাদ সম্মেলনে তাদের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে সংগঠনটি। সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি (এসআরএস) এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ৩ হাজার ৮১ জন শ্রমিকের মধ্যে এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ২২৬টি দুর্ঘটনায় ৩৪১ জন শ্রমিক নিহত হয়েছেন। যার মধ্যে ৬২ জন মারা গেছেন অগ্নিকাণ্ডে।  এ সময় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান বলেন, প্রায় প্রতিটি ক্ষেত্রে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। শ্রম আইনে শ্রমিকদের প্রশিক্ষণের কথা বলা হলেও তা খুব কম মালিকই বাস্তবায়ন করেন।

এতে আরও বক্তব্য রাখেন ব্লাস্টের উপ-পরিচালক মো. বরকত আলী, এসআরএসের নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা, এসআরএসের আইন কর্মকর্তা হাসিনা খানম ও ব্লাস্টের সদস্য মাহবুবা আক্তার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর