বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

তিন ডায়াগনস্টিকসহ ১৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ভুয়া মেডিকেল রিপোর্ট দেওয়ায় রাজধানীর মুগদা এলাকার তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও হাইকোর্টের আদেশে নিষিদ্ধ কোম্পানির ওষুধ বিক্রির দায়ে ১৩টি ফার্মেসিকে ১১ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে র‌্যাব-৩, স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসন অধিদফতরের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এদিকে, দুপুরে র‌্যাব-১০ ও ওষুধ প্রশাসন অধিদফতরের যৌথ উদ্যোগে দক্ষিণ যাত্রাবাড়ীর টিপু কেমিক্যাল কোম্পানির মালিক মামুনুল হাসান টিপুকে ২ লাখ টাকা জরিমানা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। এ সময় প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ওষুধ ও মলম জব্দ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর