শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাদ পড়া ভোটারদের নিবন্ধন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে তিন সপ্তাহব্যাপী ভোটার হালনাগাদ শুরু হচ্ছে। এবার বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করা হবে না; উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে নিবন্ধিত হতে হবে বাদ পড়া ভোটারদের। হালনাগাদে স্থানান্তর ও মৃতদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। ১৯৯৯ সালের ১ জানুয়ারি যাদের জন্ম তাদের ভোটার তালিকাভুক্ত করতে আজ দেশজুড়ে হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত এ কাজ চলবে। নির্বাচন কমিশনের সহকারী সচিব রৌশন আরা জানান, গেল বছর হালনাগাদের সময় ভোটারযোগ্য অনেকে বাদ পড়েছেন। এসব বাদ পড়া ভোটারের জন্যই শুধু এ কর্মসূচি। সে কারণে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে না; সংশ্লিষ্টদের নির্বাচন অফিসে এসে ভোটার হতে হবে। এ হালনাগাদে ভোটার এলাকা স্থানান্তর ও নাম কর্তনের সুযোগ রয়েছে। দেশজুড়ে এ কার্যক্রম চলবে। ভোটার তালিকা হালনাগাদ শেষে ২ জানুয়ারি খসড়া প্রকাশ করা হবে। ইসির নির্দেশনায় বলা হয়েছে, বাদ পড়া ভোটাররা সংশ্লিষ্ট উপজেলা বা ইউনিয়ন বা পৌরসভা সচিবের দফতর থেকে ভোটার নিবন্ধন ফরম সংগ্রহ করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর