শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ম্যারেজ মিডিয়ার আড়ালে প্রতারণা, নারীসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ম্যারেজ মিডিয়ার আড়ালে প্রতারণার অভিযোগে নারীসহ চারজনকে আটক করেছে র‌্যাব-১। গত মঙ্গলবার মিরপুর ৬ নম্বরের ৪ নম্বর সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—মাহাবুব শরীফ ওরফে শামীম (৩০), মো. রেজাউল কবীর ওরফে আবদুর রাজ্জাক ওরফে রাজু (৫০), আইরিন আক্তার ওরফে শাহানা ওরফে হিরা (২১) ও ফরিদা বেগম (৪৫)। গতকাল র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, এই প্রতারক চক্রটি অভিনব পদ্ধতিতে ম্যারেজ মিডিয়ার আড়ালে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে প্রতারণা করে আসছিল। এরা প্রথমে প্রতিষ্ঠিত বিভিন্ন দৈনিক পত্রিকায় ‘পাত্র চাই’ বলে বিজ্ঞাপন দেয়। এর মাধ্যমে সাধারণ মানুষকে সহজেই তারা আকৃষ্ট করত। পরবর্তীতে আগ্রহী পাত্রকে বিভিন্ন কৌশলে বিভিন্ন ফ্ল্যাটে এবং বাসায় নিয়ে প্রলোভনে ফেলে একান্ত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করছিল। প্রতারকদের নির্ধারিত ওই ফ্ল্যাটে নোটারি পাবলিকের সব ধরনের সিল, জাল ফরম, ভুয়া কাবিননামা এবং ভুয়া সাক্ষী আগে থেকেই প্রস্তুত করা থাকত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর