শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কাউন্সিলর পদে প্রার্থীর ছড়াছড়ি

নাসিক নির্বাচন

রোমান চৌধুরী সুমন ও এম এ শাহীন, নারায়ণগঞ্জ

কাউন্সিলর পদে প্রার্থীর ছড়াছড়ি

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন। অন্যদিকে ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সাতজনের সঙ্গে খুনের শিকার হওয়া প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির প্রতিদ্বন্দ্বী ৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। শুধু ৪ ও ২ নম্বরেই নয়, প্রতিটি ওয়ার্ডে গড়ে সাড়ে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, সর্বমোট ২৭ ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৭৬ জন কাউন্সিলর প্রার্থী। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে জেলা নির্বাচন অফিসার ও সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার তারিফুজ্জামানের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা হলেন— নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান কাউন্সিলর যুবলীগ নেতা আরিফুল হক হাসান, যুবলীগ নেতা নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নাজমুল হক, সোহেল রানা, লোকমান হোসেন, ওয়ার্ড শ্রমিক লীগ নেতা সুমন মাহমুদ।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সালামত মো. সাইফুল, এ আর রাসেল ও ফয়সাল নেওয়াজ রানা। অন্যদিকে ২নং ওয়ার্ডে নিহত প্যানেল মেয়র নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী জেলা যুবলীগ নেতা হাজী মো. সুমন কাজী, আওয়ামী লীগ নেতা হাজী আবদুর রহিম মিয়া, আবদুল হেকিম, মো. ইসমাইল হোসেন, যুবলীগ নেতা মাসুম রানা। বিএনপি সমর্থিত প্রার্থী ৭ খুন মামলায় অব্যাহতিপ্রাপ্ত বিএনপি নেতা ইকবাল হোসেন, যুবদল নেতা ইকবাল হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সোহরাব হোসেন।

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আবদুর রহিম, কামাল হোসেন খন্দকার, হাজী আনোয়ার ইসলাম, সিরাজুল ইসলাম, হাজী ওমর ফারুক, হাজী ইউনুছ মিয়া, জাহিদুল ইসলাম, রওশন আলী; ৩নং ওয়ার্ডে তোফায়েল হোসেন, শাহজালাল বাদল, নূর সালাম, আলমগীর, আরিফুল হক হাসান, ফয়সাল নেওয়াজ রানা, সোহেল রানা, লোকমান হোসেন, সুমন মাহমুদ, সালামত মো. সাইফুল, নজরুল ইসলাম, নাজমুল হক; ৫নং ওয়ার্ডে মো. সাদরিল, মো. সানবির, মো. কায়সার, নজরুল ইসলাম, ইসমাইল হোসেন, মো. ইমন, শফিকুল ইসলাম বাবুল, আনিছুর রহমান, জাহাঙ্গীর আলম; ৬নং ওয়ার্ডে মতিউর রহমান, মামুনুর রশিদ, সিরাজুল ইসলাম মণ্ডল, মজিবুর রহমান মণ্ডল, এস এম আসলাম; ৭নং ওয়ার্ডে আলী হোসেন আলা, জীবন খান, জাহানারা হেকিম, মিজানুর রহমান খান, তানভীর কবির, আতিকুর রহমান ভুট্টু, হুমায়ন কবির, আবুল কালাম দেওয়ান, আলাউদ্দিন ভূঁইয়া, রফিকুল ইসলাম বাবু; ৮নং ওয়ার্ডে সোহেল রানা, মহসীন ভূঁইয়া, রুহুল আমিন, উজ্জ্বল হোসেন, শওকত হোসেন, সালাউদ্দিন আহম্মেদ,       গাজী সেলিম, সাগর প্রধান, দেলোয়ার হোসেন খোকন; ৯নং ওয়ার্ডে ইসরাফিল প্রধান, রুকসত আলী, শাহজালাল, সিরাজুল ইসলাম, বদিউজ্জামান, সামছুল আলম বাচ্চু, আমিনুল ইসলাম আফতাব, জামালউদ্দিন রুমি, সুজন আলী, মহিউদ্দিন শিকদার, সেলিম প্রধান, বিল্লাল হোসেন; ১০নং ওয়ার্ডে হাবিব তৌহিদ আহাম্মদ, ইফতেখার আলম খোকন, সিরাজ খান, খাজা মামুন, কামরুল হুদা বাবু, লিয়াকত আলী, সালাউদ্দিন খোকন, মোহর আলী, মহিউদ্দিন ভূঁইয়া, কাজী নাজমুল ইসলাম; ১১নং ওয়ার্ডে জমশের আলী ঝন্টু, অহিদুল ইসলাম ছক্কু, ওমর খৈয়াম চঞ্চল, মঞ্জুর হোসেন; ১২নং ওয়ার্ডে শওকত হাশেম শকু, এস এম জিল্লুর রহমান লিটন, জিল্লুর রহমান চঞ্চল, সেলিম খান, নাঈম ইসলাম; ১৩নং ওয়ার্ডে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, রবিউল হোসেন, শাহ ফয়েজউল্লাহ ফয়েজ, সাখাওয়াত হোসেন সুমন, ফরিদ উদ্দীন আহম্মেদ রিপন; ১৪নং ওয়ার্ডে মনিরুজ্জামান মনির, শফিউদ্দিন প্রধান, শিশির কুমার চক্রবর্তী, দিদার খন্দকার, শওকত হোসেন; ১৫নং ওয়ার্ডে অসিত বরণ বিশ্বাস, আজাহার হোসেন, জি এম আরমান, মিলন কুমার দাস, আনোয়ার হোসেন ভূঁইয়া, আল মামুন খান; ১৬নং ওয়ার্ডে ওবায়েদউল্লাহ, নাজমুল আলম সজল, রিয়াদ হোসেন, সাইদুল ইসলাম, আকরাম হোসেন, সৈয়দ ওমর খালেদ, আল আমিন প্রধান; ১৭নং ওয়ার্ডে আবদুল করিম বাবু ওরফে ডিশ বাবু, ফারহানা করিম ও মিনহাজুল কাদির মিমন; ১৮নং ওয়ার্ডে কামরুল হাসান মুন্না, কবির হোসাইন, মাকসুদুর রহমান জাবেদ, এস এম নিজাম উদ্দিন, রাজিবুল হাসান রানা; ১৯নং ওয়ার্ডে ফয়সাল আহাম্মেদ সাগর, মাসুদ-উর-রহমান, মোখলেছ চৌধুরী; ২০নং ওয়ার্ডে মো. হোসেন, হাজী আওলাদ হোসেন, সোহেল করিম রিপন, জাহাঙ্গীর হোসেন, হাছান মাসুম মিয়া, শাহেনশাহ, গোলাম নবী মুরাদ; ২১নং ওয়ার্ডে হান্নান সরকার, নুর মোঃ পনেছ, খোরশেদ আলম, আলী আজহার তৌফিক, আবদুর রশিদ কন্ট্রাক্টর, নূর হোসেন, ফকিরউল্লাহ, কাজী রেজওয়ানুল হক মামুন; ২২নং ওয়ার্ডে শাহআলম, নূর মোহাম্মদ, কাজী শহীদ আহাম্মদ, সুলতান আহম্মেদ ভূঁইয়া, আজাহারুল ইসলাম ভূঁইয়া; ২৩নং ওয়ার্ডে মো. হান্নান, সাইফুদ্দিন আহম্মেদ দুলাল, জসিমউদ্দিন ভূঁইয়া, নুরুল ইসলাম, রাহাত মিয়া, আবুল কাউসার আশা, আবদুল হালিম; ২৪নং ওয়ার্ডে আনোয়ারুল আলম রিপন, শাহনেওয়াজ আসাদ, শাহীন ইসলাম, হাজী মো. আলী, আশিক আহম্মেদ, আফজাল হোসেন, শাহানাল মিয়া, আবদুস সাত্তার, ফয়সাল আহম্মেদ; ২৫নং ওয়ার্ডে মোশারফ হোসেন, সাইদুর রহমান লিটন, এনায়েত হোসেন, হেলালউদ্দিন, সালাউদ্দিন; ২৬নং ওয়ার্ডে সামছুজ্জোহা ও মোজাম্মেল হক এবং ২৭নং ওয়ার্ডে কামরুজ্জামান বাবুল, সিরাজুল ইসলাম, আলমগীর মিয়া, আসাদুজ্জামান বাদল ও ইমরান চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া সংরক্ষিত ১নং ওয়ার্ডে (১, ২ ও ৩) মাকসুদা মোজাফফর, নাজমা বেগম, আসুরা বেগম, শামীম আরা লাভলী, শাহনাজ পারভীন; ২নং ওয়ার্ডে (৪, ৫ ও ৬) ডলি আক্তার, মনোয়ারা বেগম, নাজমা আক্তার, সুমি বেগম; ৩নং ওয়ার্ডে (৭, ৮ ও ৯) আলেয়া বেগম, শিউলী আক্তার, সেলিনা আক্তার, রেহানা পারভীন, আয়েশা আক্তার দিনা; ৪নং ওয়ার্ডে (১০, ১১ ও ১২) মিনোয়ারা বেগম, শিউলী আক্তার, নূপুর বেগম; ৫নং ওয়ার্ডে (১৩, ১৪ ও ১৫) সকিনা বেগম, দিলারা মাসুদ ময়না, পপি রানী সরকার, শারমিন হাবিব বিন্নি; ৬নং ওয়ার্ডে (১৬, ১৭ ও ১৮) খোদেজা খানম নাসরিন, আফসানা আফরোজ, ফারজানা হক; ৭নং ওয়ার্ডে (১৯, ২০ ও ২১) ফরিদা বেগম, রেজওয়ানা হক সুমি, শিউলী নওশাদ, অ্যাডভোকেট জাসমীন আহমেদ, শামিমা আক্তার সুমি, রাবেয়া আমির পান্না; ৮নং ওয়ার্ডে (২২, ২৩ ও ২৪) ডলি বেগম, ইসরাত জাহান খান, শাওন অংকন, রিনা খান এবং ৯নং ওয়ার্ডে (২৫, ২৬ ও ২৭) সানিয়া আক্তার, শাহী ইফফাত জাহান মায়া, তাসলিমা বেগম ও হোসনে আরা মনোনয়নপত্র দাখিল করেছেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর