শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

জঙ্গি ইস্যুতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র মতপার্থক্য নেই : বার্নিকাট

নিজস্ব প্রতিবেদক

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বিষয়ে বা জঙ্গি ইস্যুতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো মতপার্থক্য  নেই। গতকাল সকালে নগরভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সঙ্গে সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট এসব কথা বলেন। বার্নিকাট বলেন, সারা বিশ্বে  যেসব সন্ত্রাসী হামলা হচ্ছে সেগুলো রুখতে সব দেশকে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র, ফ্রান্সের প্যারিস, জার্মানি, তুরস্কের ইস্তাম্বুল এবং ঢাকার গুলশানে যেসব হামলা হয়েছে সেগুলোর সঙ্গে কোনো জঙ্গিগোষ্ঠীর যোগসূত্র আছে কি-না তা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্র সরকার কাজ করছে। আর বাংলাদেশে সন্ত্রাসী হামলায় দেশীয় জঙ্গিগোষ্ঠী সম্পৃক্ত থাকলেও এর পেছনে অন্য কারও ইন্ধন থাকতে পারে।

সর্বশেষ খবর