রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সাময়িকভাবে হলেও রোহিঙ্গাদের আশ্রয় দিন : মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

সাময়িকভাবে হলেও রোহিঙ্গাদের আশ্রয় দিন : মোশাররফ

মিয়ানমারের অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোসহ তাদের সাময়িকভাবে হলেও আশ্রয়দানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল দুপুরে নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয়ের মওলানা ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। মহিলা দলের সিনিয়র সহসভাপতি নুরজাহান ইয়াসমীনের সভাপতিত্বে বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, দলের মহিলাবিষয়ক সম্পাদক নুরী আরা সাফা, মহিলা দল সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য দেন। ড. মোশাররফ বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারকে নিশ্চুপ থাকা যাবে না।

হয় মিয়ানমার সরকারের সঙ্গে কথা বলে এই মুসলমানদের হত্যাযজ্ঞ বন্ধ করাতে হবে। আর যদি বন্ধ করাতে না পারেন, সাময়িকভাবে হলেও আশ্রয়হীন রোহিঙ্গাদের বাংলাদেশে স্থান দিয়ে একটা সমাধানের ব্যবস্থা করুন। আমরা আশা করি, সরকার অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়াবে।’

মিয়ানমারের মুসলমানদের ওপর নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি বলেন, মিয়ানমারের রাখাইনে মুসলমানদের কীভাবে পুড়িয়ে মারা হচ্ছে তা দেখলে গা শিউরে ওঠে। বিবেক নাড়া দেয়। বাংলাদেশে ৯০ ভাগ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও সরকার ক্ষমতা হারানোর ভয়ে এ ব্যাপারে কোনো কথা বলছে না।

তিনি বলেন, ‘আজ প্রাণের ভয়ে নৌকায় করে পালাতে গিয়ে নারী-শিশুসহ রোহিঙ্গারা পানিতে ডুবে মরছে। আমাদের তীরে তাদের আসতে দেওয়া হচ্ছে না। নৌকায় করেই আবার পানিতে ভাসিয়ে দেওয়া হচ্ছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব নাটকের ভাষায় অতিকথা বলেন। তিনি বলেছেন, আমরা নাকি গণতন্ত্র হত্যা করেছি। কী রকম অবাস্তব কথা, এ কথা শুনে সাধারণ মানুষও হেসেছে।’

তিনি বলেন, আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচনে যেতে ভয় পায় কারণ তারা জানে তাদের জামানত থাকবে না। তারা বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমনাকে ভয় পায়। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারকে দেশের জনগণ আনেনি। শেখ হাসিনা সরকার ফখরুদ্দীন-মইন উদ্দিনের ফসল। আওয়ামী লীগ সরকার জানে, খালেদার পরেই তারেক রহমান বিএনপির নেতা। তাই তারেককে শেষ করে দেওয়ার জন্য তার ওপর এত মামলা-হামলা।

সর্বশেষ খবর