রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞাপন নিয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞাপন নিয়ে সেমিনার

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী — বাংলাদেশ প্রতিদিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘বিজ্ঞাপনের সাম্প্রতিক প্রবণতা’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডিপার্টমেন্ট অব জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ গতকাল এর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের   উপদেষ্টা ও অ্যাডকমের প্রধান নির্বাহী গীতিআরা সাফিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্টামফোর্ডের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ, রেজিস্ট্রার আবদুল মতিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজের প্রধান অধ্যাপক কাজী আবদুল মান্নান। গীতিআরা সাফিয়া বলেন, শুধু প্রচারের জন্যই নয়, বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে ভোক্তার অধিকার আর সামাজিক দায়বদ্ধতা গুরুত্ব দেওয়া উচিত। দর্শক চাহিদাকে মাথায় রেখে বিজ্ঞাপন নির্মাণ করতে হবে। বিজ্ঞাপনে নতুন প্রজন্মের যারা আসছেন তাদের আরও নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর