রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

শ্যামলীর শিশুমেলা সিলগালা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শ্যামলীর শিশু পার্ক (শিশুমেলা) সিলগালা করে নিজেদের আয়ত্তে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। দীর্ঘ এক যুগের বেশি অবৈধ দখলে থাকার পর গতকাল পার্কটি নিয়ে নেওয়া হলো। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার ও অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পার্কটি সিলগালা করে দেয়। এ সময় ডিএনসিসির মেয়র আনিসুল হকসহ পুলিশ ও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘প্রতি তিন বছরের জন্য ১ লাখ ৪৫ হাজার ৭৫৬ টাকার বিনিময়ে পার্কটি ইজারা দেওয়া হয়েছিল। ইজারা চুক্তি শেষে আমরা পার্কটি নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিই। কিন্তু একের পর মামলা আর রিটের কারণে দখলে যেতে পারিনি। এখন আমাদের পক্ষে রায় এসেছে।

সর্বশেষ খবর