সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

অনার্স পরীক্ষায় ৯ হাজার পরীক্ষার্থীর ফলে বিভ্রান্তি

গাজীপুর প্রতিনিধি

২০১৪ সালের চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষার প্রকাশিত ৯ হাজার পরীক্ষার্থীর ফলে ত্রুটি হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিলে গত ২৪ নভেম্বর ওই ফল সংশোধন করা হয় বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ জন্য প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করে দুঃখ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান সাংবাদিকদের জানান, সম্প্রতি এক পরীক্ষার্থী তার ফল যাচাই করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলে ওই ত্রুটি ধরা পড়ে। ২৭ সেপ্টেম্বর ওই পরীক্ষার প্রকাশিত ফলে কিছু পরীক্ষার্থীর নম্বর বেড়ে যায় আবার কিছু পরীক্ষার্থীর ক্ষেত্রে তা কমে গেছে। যা নজরে আসার পর সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।

এদিকে  জাতীয়  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ত্রুটি সংশোধনের ফলে ওই পরীক্ষায় এক লাখ ২৩ হাজার ২৫৫ পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৯ হাজার জনের ফলে কিছুটা ভিন্নতা এসেছে। এর মধ্যে পাঁচ হাজারের অধিক পরীক্ষার্থীর গ্রেডিং (সিজিপিএ) বেড়েছে। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি আরও জানান, এ বিষয়টি খতিয়ে দেখতে ২৪ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. হাফিজ মোহাম্মদ হাসান বাবুকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ফলে ত্রুটি ও  পরবর্তীতে তা সংশোধনের বিষয়ে সংশ্লিষ্ট তিন কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিস দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর