সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

লিবিয়ায় জিম্মি করে ভয়ঙ্কর নির্যাতন

দুজন উদ্ধার গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

‘লিবিয়ায় প্রবাসী শ্রমিকদের জিম্মি করে নির্মম নির্যাতন চালাত ওরা। কান্নার শব্দ শুনিয়ে দেশে থাকা ভুক্তভোগীদের স্বজনদের কাছ থেকে আদায় করত মোটা অঙ্কের মুক্তিপণ। সহায় সম্বল বিক্রি করে স্বজনের একদণ্ড শান্তির জন্য বাধ্য হয়ে ভুক্তভোগীরা দিয়ে আসছিলেন মুক্তিপণ। তবুও মিলছিল না মুক্তি।’

এ তথ্য পাওয়া গেছে, গত দুদিনে দুই ভুক্তভোগী উদ্ধারসহ আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতারের পর। র‌্যাবের হাতে গ্রেফতারকৃতরা হলো আবদুল কুদ্দুস মোল্যা (২৫), হান্টু মোল্যা (৪০), বেলাল মাতুব্বর (৩৩), লিটন খান (২৮) ও নুর মোহাম্মদ ওরফে দুলাল (২৮)। দুটি অভিযান সম্পর্কে গতকাল রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে গণমাধ্যমকর্মীদের অবহিত করা হয়। হাজির করা হয় এক ভুক্তভোগী মিন্টুু আলী খানকে। র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সারোয়ার বলেন, ‘লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আমরা জানতে পারি কিছু দুষ্কৃতকারী বাংলাদেশি প্রবাসী এবং বিদেশিদের সমন্বয়ে একটি অপহরণকারী চক্র লিবিয়ায় অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের অপহরণ করে আটক ও নির্যাতন করে এবং ভিকটিমদের বাংলাদেশে অবস্থিত আত্মীয়দের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে আসছে। এ তথ্যের ভিত্তিতে আমরা কাজ শুরু করি। আমরা জানতে পারি ফয়েজসহ আরও দুজনকে লিবিয়ার বেনগাজীতে জিম্মি করে অমানুষিক নির্যাতন করে বেলাল এবং জাকিরসহ এই চক্রের সদস্যরা। জাকিরের বাবা হান্টু মোল্যা বাংলাদেশে ভিকটিমদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে প্রত্যেকের কাছ থেকে এক  লাখ ২০  হাজার টাকা আদায় করে তাদের পাসপোর্ট ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। টাকা নেয়া হয় বিকাশ নম্বরে। পরে ফরিদপুর থেকে আবদুল কুদ্দুস মোল্যা ও হান্টু মোল্যাকে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর