সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রামপালে বিদ্যুৎকেন্দ্র হচ্ছে বাংলাদেশের গাইড লাইনে : শ্রিংলা

মাদারীপুর প্রতিনিধি

রামপালে বিদ্যুৎকেন্দ্র হচ্ছে বাংলাদেশের গাইড লাইনে : শ্রিংলা

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রসেসিং আরও সহজতর করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। খুব শিগগিরই ই-টোকেন পদ্ধতি পুরো বাতিল করে দেওয়া হচ্ছে বলে জানালেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। গতকাল মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুই কোটি ত্রিশ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশের সরকারের দেওয়া গাইড লাইন অনুযায়ী আমরা কাজ করছি। এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ হলে খুলনা-রামপাল এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার কথাও তুলে ধরেন হাইকমিশনার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর