সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
দীপালোক ফাউন্ডেশনের সংবর্ধনা

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ : মির্জা আজম

নিজস্ব প্রতিবেদক

দীপালোক ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ভিক্ষুকের জাতি থেকে বাংলাদেশ নিম্ন-মধ্যআয়ের দেশে পরিণত হয়েছে।

গতকাল রাজধানীর অল কমিউনিটি ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, পঁচাত্তরের পরে দীর্ঘ ২১ বছর স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করার চক্রান্ত করেছিল। ফলে দেশ উল্টোদিকে যাত্রা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে জনগণকে দেওয়া তার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। মির্জা আজম বলেন, পঁচাত্তরের পরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকতে টেলিভিশন-রেডিওতে মুক্তিযুদ্ধের চেতনায়  একটি নাটক-সিনেমা প্রচার করা হয়নি। বরং স্বাধীনতাবিরোধীদের রাষ্ট্রীয়, সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। অনুষ্ঠানে ৮টি ক্যাটাগরিতে গুণীজনকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফ তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর মহাসচিব হারুন হাবিব, ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এম কে বাশার, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য সমর চন্দ্র পাল, শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ড. আওলাদ হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ, বেসিস সভাপতি মোস্তাফা জব্বার প্রমুখ। সংবর্ধনাপ্রাপ্তরা হলেন— বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ, কাজী আকরাম উদ্দিন আহমেদ, ড. মোহীত-উল আলম, উমা খান, মোস্তাফা জব্বার, গুলশান নাসরিন চৌধুরী এবং লায়ন এম কে বাশার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর