মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাজশাহীতে মনোনয়ন নিয়ে আওয়ামী লীগে ক্ষোভ

জেলা পরিষদ নির্বাচনে একাধিক নেতার প্রার্থিতা ঘোষণা

কাজী শাহেদ, রাজশাহী

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন নিয়ে ক্ষোভ চলছে রাজশাহী আওয়ামী লীগে। দীর্ঘদিন মাঠের রাজনীতিতে সক্রিয় থাকার পরেও মনোনয়ন বঞ্চিত হওয়ায় এ ক্ষোভ। ফলে একাধিক নেতা দলের বাইরে গিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আর বিএনপি ভোট বর্জনের ঘোষণা দেওয়ায় সেই সুযোগটি কাজে লাগাতে চাচ্ছেন দলের বিদ্রোহীরা। রাজশাহীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান প্রশাসক মাহবুব জামান ভুলু। এবার দলের মনোনয়ন চেয়েছিলেন ১৪ নেতা। কিন্তু কেন্দ্র মনোনয়ন দেয় ভুলুকে। ফলে ক্ষুব্ধ হয়ে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকার। ইতিমধ্যে তিনি প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আওয়ামী লীগের সমর্থনে নির্বাচিত হওয়া একাধিক জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আগামীতে দলের রাজনীতিকে মাঠপর্যায়ে আরও গতিশীল করতে পারতেন এমন নেতাকে মনোনয়ন দিলে দল উপকৃত হতো। কিন্তু যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি চার বছর প্রশাসক থেকে দলের তেমন কাজে আসেননি। ফলে কর্মীরা ক্ষুব্ধ। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, তারা মাঠের একজন কর্মীর মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। কিন্তু যেহেতু দল একজনকে মনোনয়ন দিয়েছে। ফলে এখন তারা তার জন্যই কাজ করবেন। আর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, প্রশাসক হিসেবে মাহবুব জামান ভুলু চার বছর দায়িত্ব পালন করেছেন। ক্ষমতায় থাকলে ভুল-ত্রুটি হয়ে থাকে। মোহাম্মদ আলী সরকার জানান, তিনি দীর্ঘ সময় ধরে মাঠের রাজনীতিতে সক্রিয়। ফলে তৃণমূলের জনপ্রতিনিধিরা তাকেই বেছে নেবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর