মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিবাদ থাকলে সেই দেশে স্থিতিশীলতা থাকে না : আমু

ঝালকাঠি প্রতিনিধি

জঙ্গিবাদ থাকলে সেই দেশে স্থিতিশীলতা থাকে না : আমু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ মানবতার শুত্রু, উন্নয়নের শত্রু, গণতন্ত্রের শত্রু, সব কিছুর শত্রু। যে দেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ থাকে সেই দেশে স্থিতিশীলতা থাকে না। গতকাল ঝালকাঠি যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে যুব মহিলাদের কর্মসংস্থান ও সাবলম্বী করার লক্ষ্যে বিজিএমই ও এসইআইপির উদ্যোগে গার্মেন্ট মেশিন অপারেশনের ওপর প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল অবস্থার কথা উল্লেখ করে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সামরিক বাহিনী, র‌্যাব, পুলিশ ও বিজিবিসহ সব বাহিনীকে সমন্বয় করে তাদের যৌথ প্রচেষ্টায় একটি স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে সক্ষম হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর