মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ৯ দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। আজ সকাল ৬টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘট পালিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মুসা। তিনি বলেন, চট্টগ্রাম আন্তঃজেলা রোড, উত্তর চট্টগ্রামের জন্য বাস-কোচ-ট্রাক-প্রাইমোভার ট্রেইলার টার্মিনাল নির্মাণ, পুলিশের হয়রানি-নির্যাতন বন্ধ, মহানগরে বাস-মিনিবাস-হিউম্যান হলার-অটোরিকশা-অটোটেম্পো পার্কিং স্পট নির্ধারণ, সরকার ঘোষিত শ্রমিক কল্যাণ তহবিলের টাকা প্রাপ্তি সহজ করা, যোগাযোগ মন্ত্রণালয়ের ঘোষিত ৪ হাজার অটোরিকশার অবিলম্বে রেজিস্ট্রেশন প্রদান, সন্ত্রাসী কায়দায় সড়ক পরিবহন শ্রমিক সংগঠন দখল করার পাঁয়তারা বন্ধ, প্রশাসনিক দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদসহ ৯ দফা দাবিতে আমরা ২৪ ঘণ্টার ধর্মঘট আহ্বান করেছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর