মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া নৈতিক দায়িত্ব

—পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া নৈতিক দায়িত্ব

চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রায় ১ কোটি মানুষ পাশের দেশ ভারতে আশ্রয় নিয়েছিল। এখন মিয়ানমারের রোহিঙ্গাদের বিপদের মুহূর্তে মানবিক কারণেই তাদের আশ্রয় দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। জাতিসংঘ এবং ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া মিয়ানমারকে মানবাধিকার লঙ্ঘনে উৎসাহিত করার শামিল। চরমোনাইর বার্ষিক মাহফিলের তৃতীয় ও শেষ দিন গতকাল দুপুরে ছাত্র-গণ জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পীর চরমোনাই। ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নূরুল ইসলাম আল-আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা নূরুল হুদা ফয়েজি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর