মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নিজাম হাজারীর ২৫ বছর আগের তথ্য তলব

নিজস্ব প্রতিবেদক

ফেনী-২ আসনে সরকারদলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে অস্ত্র আইনে চট্টগ্রামের ডবলমুরিং থানায় ১৯৯১ সালের ২৪ জানুয়ারি করা মামলার সর্বশেষ তথ্য জানতে চেয়েছে হাইকোর্ট। ১ ডিসেম্বরের মধ্যে কারা কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ১ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। কারাগার থেকে নিজাম হাজারীর মুক্তির বিষয়ে আদালতের নথিতে দুই ধরনের তথ্য থাকায় এ আদেশ দেওয়া হয়েছে। নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানিতে গতকাল এ বিষয়টি উঠে আসে। আদালতে নিজাম হাজারীর পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ, নুরুল ইসলাম সুজন এবং রিটের পক্ষে আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও সত্যরঞ্জন দত্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর