মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

৩৩ শতাংশ ছাত্রী স্কুল ক্যাম্পাসে নিরাপদ নয়

নারী প্রগতি সংঘের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) মতবিনিময় সভায় তুলে ধরা এক জরিপে বলা হয়েছে, স্কুলগামী ৩৩ শতাংশ ছাত্রীই তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে নিরাপদ নয়। কারণ দেয়ালে অপমানজনক ছবি ও লেখা থাকে। বেশির ভাগ স্কুলে থাকে না নিরাপত্তারক্ষীও।

জরিপে আরও বলা হয়, বিদ্যালয়ের অন্য শিক্ষার্থী, এমনকি বহিরাগতদের দ্বারাও ছাত্রীরা নির্যাতিত হয়। আর স্কুলে যাতায়াতের পথে তাদের নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়। গতকাল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা নিরসনে নিরাপদ স্কুল এবং নিরাপদ সমাজ’ শীর্ষক মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরা হয়। নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমন্বয়কারী ফয়সাল বিন মজিদ। সভার প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান বলেন, নারীর প্রতি সহিংসতা—গণতন্ত্র, নারী-পুরুষ সমতা ও মানবাধিকারের অন্তরায়। শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নির্যাতিত হবে—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ জন্য এরই মধ্যে সরকার এ বিষয়ে নানা পদক্ষেপ নিয়েছে। সচেতনতা সৃষ্টির জন্য পাঠ্যসূচিতেও এ সংক্রান্ত বেশকিছু বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনওমেন’র প্রতিনিধি ক্রিস্টিন হান্টার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর