বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সাঁওতালদের বাকি ধান বুঝিয়ে দিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালদের রোপণ করা বাকি ১৫ একর জমির ধান আগামী ১৫ দিনের মধ্যে কেটে তাদের বুঝিয়ে দিতে রংপুর সুগার মিল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিবেদন দাখিলের পর আদালত আদেশ দেয়। এর আগে এক রিটের শুনানি নিয়ে ১৭ নভেম্বর সাঁওতালদের ধান কাটার সুযোগ দিতে অথবা ধান কেটে সাঁওতালদের বুঝিয়ে দিতে চিনিকল কর্তৃপক্ষসহ বিবাদীদের নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে সাঁওতালদের অবাধে চলাফেরার অধিকার নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি হামলার ঘটনায় কটি মামলা হয়েছে, কারা আসামি রয়েছেন সে বিষয়ে ৩০ নভেম্বর প্রতিবেদন দাখিল করতে গাইবান্ধার এসপি ও ওসিকে নির্দেশ দেওয়া হয়। গতকাল পুলিশসহ অন্যরা প্রতিবেদন দাখিল করে। আর চিনিকল কর্তৃপক্ষ জানায়, এখনো ১৫ একর জমির ধান পাকেনি। আগামী ৬-৭ দিনের মধ্যে তা পাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর