বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশ খাদ্যনিরাপত্তা ও টেকসই ব্যবস্থাপনায় এগিয়েছে : বার্নিকাট

নিজস্ব প্রতিবেদক, খুলনা

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশ খাদ্য নিরাপত্তা, অপুষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে টেকসই ব্যবস্থাপনায় অনেক এগিয়েছে। তারপরও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অনেক কারণে বাংলাদেশ ঝুঁকির মধ্যে রয়েছে। বাংলাদেশ যে সাফল্য অর্জন করেছে তা হুমকির সম্মুখীন হয়ে পড়ে খাদ্যমূল্যের ওঠানামা, মৌসুমি বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক মর্যাদা এবং জীবনমানের উন্নয়ন স্বল্পসময়ে সম্ভব নয়। এ জন্য প্রতিষ্ঠান, কমিউনিটির পরিবারগুলোকে প্রস্তুত করতে অব্যাহত প্রয়াস প্রয়োজন।

গতকাল খুলনায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা (ইউএসএআইডি) এবং বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অংশীদারিত্বে পাঁচ বছর মেয়াদি ফুড ফর পিস কার্যক্রমের আওতায় নবযাত্রা প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর