বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাদশা ডিআরইউর সভাপতি নোমানী সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

বাদশা ডিআরইউর সভাপতি নোমানী সম্পাদক

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে (২০১৭ মেয়াদ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন বাদশা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক মুরসালীন নোমানী।   রাজধানীর সেগুনবাগিচার ডিআরইউ ক্যাম্পাসে গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনার পর সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান গোলাম সারওয়ার। সভাপতি পদে ৬০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাখাওয়াত হোসেন বাদশা। সাধারণ সম্পাদক পদে মুরসালীন নোমানী ৬৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন এটিএন বাংলার আবু দারদা যোবায়ের। যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিলানী মিলটন, দফতর সম্পাদক নয়ন মুরাদ, নারীবিষয়ক সম্পাদক দিনার সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কাফি কামাল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে শেখ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন। কার্যনির্বাহী সদস্যপদসহ মোট ২১টি পদের বিপরীতে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে অর্থ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক মানিক মুনতাসির, ক্রীড়া সম্পাদক পদে মুজিবর রহমান এবং কল্যাণ সম্পাদক পদে আজাদ হোসেন সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৭ জন কার্যনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে নুরুল ইসলাম হাসিব, হাবীবুর রহমান, সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন সুমন, মাইনুল হাসান সোহেল, হাফিজ আল আসাদ সাঈদ খান ও আনিসুল ইসলাম। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনের মোট ১ হাজার ৩৩৯ জন ভোটারের মধ্যে ১১২০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। কমিশনের অপর সদস্যরা হলেন—নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের এবং সাংবাদিক নেতা এম এ আজিজ। ফলাফল ঘোষণার পর গতকাল রাতেই অনানুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে পুরনো কমিটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর