বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

শিক্ষা মন্ত্রণালয়কে দুই ভাগ করে পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করে পুনর্গঠন করেছে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগ নামে দুই বিভাগ করে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল-৩-এ প্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে এই মন্ত্রণালয়ের অধীন দুটি বিভাগ গঠন করেছেন। এর আগে গত মার্চ মাসে প্রশাসনে কাজের গতি বাড়াতে শিক্ষা, স্বরাষ্ট্রসহ পাঁচটি মন্ত্রণালয়ের অধীনে ১০টি বিভাগ করার অনুশাসন দেন প্রধানমন্ত্রী। ওই সময় শিক্ষা মন্ত্রণালয়কে তিনটি ভাগে ভাগ করার অনুশাসন দেওয়া হয়। ওই অনুশাসনে উচ্চশিক্ষা বিভাগ (বিশ্ববিদ্যালয় এবং মাস্টার্স, অনার্স ও ডিগ্রি কলেজ), মাধ্যমিক শিক্ষা বিভাগ (প্রাথমিক শিক্ষা পর্যায়ের পর হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত) এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (সব ধরনের কারিগরি, ভোকেশনাল ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান) করার কথা বলা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর