শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

কোটি টাকার জমি দখলে মার্কেট ভাঙলেন রাজশাহী সিটি মেয়রের এপিএস

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযিমের ব্যক্তিগত সহকারী (এপিএস) মামুন অর রশিদ ও তার দুই ভাই মিলে মার্কেট ভেঙে প্রায় কোটি টাকা মূল্যের জায়গা দখলের চেষ্টা করেছেন। বুধবার রাতে নগরীর বর্ণালী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাজশাহী র‌্যাব-৫-এর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পরে মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় র‌্যাব সদস্যরা। তবে পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর আবারও ওই মার্কেট ভাঙতে শুরু করেন মামুন ও তার লোকজন। জমির মালিক মসলেম উদ্দিন জানান, তিনি ২০১৫ সালে নগরীর বর্ণালী সিনেমা হলের পেছনে ৬ শতাংশ জমি কিনে তার স্ত্রীর নামে দলিল করে নেন। স্থানীয় আবদুল মান্নান ও হেনার কাছ থেকে ওই জমি কেনার পর তিনি সেখানে কয়েকটি দোকান ঘর নির্মাণ করে মার্কেট তৈরি করেন। সম্প্রতি ওই জমি স্বল্প মূল্যে জোর করে কিনে নেওয়া হয়েছে বলে আবদুল মান্নানের তিন ছেলে মামুন, আমান এবং সামান মার্কেটটি দখল করার চেষ্টা করেন। এ নিয়ে আদালতে মামলাও চলছে। মামুন রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযিমের ক্ষমতার জোরেই এ কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ। এ ঘটনায় জমির মালিক মসলেম উদ্দিন নগরীর বোয়ালিয়া থানাসহ র‌্যাব রাজশাহী-৫ সদর দফতরে গিয়ে অভিযোগ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর