শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ক্লিনিকে কমর্চারীদের দিয়ে পরীক্ষা পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে বিশেষজ্ঞ চিকিৎসকের পরিবর্তে কর্মচারীদের দিয়ে সিটিস্ক্যান ও ইসিজি করার দায়ে মেডিনোভা মেডিকেল সার্ভিস এবং হেলথ কেয়ার ক্লিনিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া জরিমানা করা হয়েছে একটি রেস্টুরেন্ট, ফার্মেসি ও সিরামিক কারখানাকে। এসব প্রতিষ্ঠানকে প্রায় ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাব-৯ এর উদ্যোগে গতকাল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। র‌্যাব-৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, এসব চিকিৎসাকেন্দ্রে সিটিস্কেন ও ইসিজির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই করা হয়। চিকিৎসকের পরিবর্তে অদক্ষ কর্মচারীরা এসব পরীক্ষার কাজ চালিয়ে আসছিলেন। এজন্য মেডিনোভা মেডিকেল সার্ভিসকে ৪ লাখ টাকা এবং হেলথ কেয়ার ক্লিনিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে আরও উপস্থিত ছিলেন র‌্যাব-৯ এর এএসপি পীযূষ চন্দ্র দাস, সিলেট জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর