শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

অপহরণ চেষ্টায় জড়িত দুই পুলিশ চিহ্নিত

বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে র‌্যাব

সাখাওয়াত কাওসার

লিবিয়ায় জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে দেশে ফেরত আসা নাটোরের বাসিন্দা মিন্টু আলী খানকে অপহরণের চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়েছে। তাদের একজন সহকারী উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন পুলিশের বিশেষ শাখায় (রাজনৈতিক) কর্মরত। অন্যজন সহকারী উপ-পরিদর্শক মো. বাবর হোসেন। তিনি ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানায় কর্মরত। এ দুজনের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে র‌্যাব। শিগগিরই ওই সুপারিশ যথাযথ কর্তৃপক্ষে কাছে পৌঁছানো হবে বলে নিশ্চিত করেছে সূত্র। টানা ৪০ দিন নির্মম নির্যাতন সহ্য করে এবং সর্বস্ব বিক্রি করে দুর্বৃত্তদের মুক্তিপণ দিয়ে গত শনিবার দেশে ফেরত এসেছেন নাটোরের নলডাঙ্গা থানার বাসিন্দা মো. মিন্টু আলী খান। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তাকে পুনরায় অপহরণের চেষ্টা করে আন্তর্জাতিক পাচারকারী দলের সদস্যরা। ওই দলে ছিলেন দুই পুলিশ সদস্যও। তবে এলিট ফোর্স র‌্যাবের হস্তক্ষেপে ওই যাত্রায় রক্ষা পান বলে মিন্টু জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের। মিন্টুকে উদ্ধারসহ এএসআই আনোয়ারকে নিয়ে যাওয়া হয় র‌্যাব-১ কার্যালয়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর