শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাজধানীতে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে ছয় প্রতিষ্ঠানকে ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে এপিবিএন-৫, ঢাকা জেলা প্রশাসন, বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। এপিবিএন-৫-এর অপস অফিসার এএসপি সাইদুর রহমান জানান, মিরপুরের সেনপাড়ায় ‘আবেদীন ফার্মা’ মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখায় ব্যবস্থাপক জাবেদকে ২৮ হাজার, ‘নুর মেডিসিন’-এর ব্যবস্থাপক আলাউদ্দীনকে একই অপরাধে ১৫ হাজার, আগারগাঁওয়ের ‘রফিক জেনারেল স্টোর’ মেয়াদোত্তীর্ণ খাবার পণ্য বিক্রি করায় ব্যবস্থাপক রফিকুল ইসলামকে ১০ হাজার, রোকেয়া সরণির ‘স্টার কফি’ খাবার পণ্যে মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় এর ব্যবস্থাপক জাকির হোসেনকে ৫ হাজার এবং ‘বিক্রমপুর সুইটস’-এর ব্যবস্থাপক মনিরুজ্জামানকে ৩ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক রজবী নাহার রজনী। এ ছাড়া তেজগাঁওয়ের বীরউত্তম সাওফাত রোডে ‘ফিট এলিগেঞ্জ’ বিএসটিআই অনুমোদনহীন কাপড় বিক্রি করায় ব্যবস্থাপক নাসিম আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর