শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পুলিশি বাধায় হেফাজতের মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি পণ্ড

নিজস্ব প্রতিবেদক

পুলিশি বাধায় হেফাজতে ইসলামের ঢাকায় মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচিটি পণ্ড হয়ে গেছে। রোহিঙ্গা মুসলমানদের হত্যা-নির্যাতন বন্ধের দাবিতে তারা এ ঘেরাও কর্মসূচি দিয়েছিল। গতকাল সকালে বায়তুল মোকাররমের সামনে থেকে মিছিল নিয়ে রওনা হলে তাদের বাধা দেয় পুলিশ।

পরে পুলিশের তত্ত্বাবধানে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সভাপতি আল্লামা নুর হোসাইন কাসেমীর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দিয়ে আসেন। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টায় বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করে হেফাজত। সমাবেশে নূর হোসেন কাশেমী অনতিবিলম্বে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের খুন-নির্যাতনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ সরকারের কাছে রোহিঙ্গাদের আত্মরক্ষার সুযোগ দিতে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানান। রোহিঙ্গা নির্যাতন বন্ধ না করা হলে মিয়ানমার অভিমুখে লংমার্চের জন্য সবাইকে প্রস্তুত থাকারও আহ্বান জানায় হেফাজত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর