শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

উত্তরাঞ্চলে ট্রাক-লরি ধর্মঘট দেড় দিনে বিপর্যয় বাণিজ্যে

বিকালে কর্মসূচি প্রত্যাহার

প্রতিদিন ডেস্ক

দেশের উত্তরাঞ্চলে ট্রাক-ট্যাংকলরি-কাভার্ড ভ্যান-পিকআপ ধর্মঘটে অচলাবস্থার পর গতকাল বিকালে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এর আগে প্রায় দেড় দিন ধর্মঘট চলায় মহাসড়কে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ ছিল। এতে ব্যবসা-বাণিজ্য, কল কারখানাসহ উৎপাদন সেক্টরে বিপর্যয় নেমে আসে।

চেকিংয়ের নামে সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে ট্রাক-ট্যাকলংরি মালিক-শ্রমিক ঐক্য আন্দোলন বাস্তবায়ন কমিটি অনির্দিষ্টকালের এ ধর্মঘট ডেকেছিল। গতকাল ছিল ধর্মঘটের দ্বিতীয় দিন। ধর্মঘট প্রত্যাহার সম্পর্কে বগুড়া থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, দাবি মেনে নেওয়ার আশ্বাসে পণ্যবাহী পরিবহন শ্রমিক-মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল বিকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উত্তরবঙ্গ ট্রাক-ট্যাংকলরি-কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবদুুল মান্নান আকন্দ জানান, বৈঠকে বিভাগীয় কমিশনার আবদুল হান্নান, রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম, বিআরটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, ধর্মঘট প্রত্যাহারের পর সন্ধ্যা থেকে উত্তরের ১৬ জেলায় পণ্যবাহী পরিবহন চলাচল শুরু করে।

সর্বশেষ খবর