শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পরিচ্ছন্ন নগরী গড়তে ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

নগরীকে পরিচ্ছন্ন রাখতে একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন স্থানীয় কিছু তরুণ। সপ্তাহের ছুটির দিনে প্রতিটি বাড়িতে গিয়ে ময়লা-আবর্জনা সংগ্রহ করেন তারা। একই সঙ্গে বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখতেও উৎসাহ দেন। গতকাল পুরান ঢাকার ফরিদাবাদ, মীরহাজিরবাগ ও ধোলাইপাড়ে এ দৃশ্য দেখা গেছে। ‘আসুন কিছু করি’ এ ব্যানারে এ অভিযান চালান তরুণরা। এ নামেই তারা গড়ে তুলেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের লক্ষ্য পরিচ্ছন্ন সুন্দর নগরী। তাদের কেউ কেউ হ্যান্ড মাইকে বাড়ির বাসিন্দাদের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে বলছেন। কেউ ভিতরে গিয়ে ময়লার ঝুড়ি এনে তা পলিথিনের কালো ব্যাগে ভরছেন তবে বেশিরভাগই রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন।

সর্বশেষ খবর