শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

গ্যাস ছাড়া শিল্প বিকাশ অসম্ভব

—————————— ড. মোমেন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন বলেছেন, গ্যাস ছাড়া শিল্প বিকাশ সম্ভব নয়। গ্যাস সংযোগ না পেলে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে না। আর এভাবে চললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেওয়ার যে স্বপ্ন দেখছেন তাও পূরণ হবে না।

গতকাল বেলা সাড়ে ১১টায় সিলেটের গোটাটিকর বিসিক শিল্পনগরীর ফিজা অ্যান্ড কোম্পানিসহ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

ড. মোমেন বলেন, সিলেটে বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান গ্যাসের জন্য আটকে আছে। এসব শিল্পপ্রতিষ্ঠান চালু হলে প্রায় আড়াই হাজার লোকের কর্মসংস্থান হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর