শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

অনুমতি পেলেই কমবে জ্বালানি তেলের দাম

———— নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি তেলের দাম কমানোর ব্যাপারে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয়ে গেছে। এখন কেবল সরকারের অনুমতির জন্য অপেক্ষা।

শিগগিরই সরকারের অনুমতি মিলবে জানিয়ে তিনি বলেন, ‘ইমিডিয়েট তেলের দাম অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে।’

গতকাল বিকালে সিলেটের গোলাপগঞ্জ কৈলাসটিলা গ্যাস ফিল্ডের সাতটি কূপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

গ্যাসের উৎপাদন বাড়াতে আরও ১০৮টি কূপ খনন করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ১০৮টি ড্রিলিংয়ের কাজ শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে এসব কূপের ত্রি-মাত্রিক ভূতাত্ত্বিক জরিপ সম্পন্ন। টেন্ডারও আহ্বান করা হয়েছে।

সর্বশেষ খবর