রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

২০১৮ সালে বসুন্ধরা পেপারের উৎপাদন দ্বিগুণ হবে

————— সাফওয়ান সোবহান

কুমিল্লা প্রতিনিধি

২০১৮ সালে বসুন্ধরা পেপারের উৎপাদন দ্বিগুণ হবে

কুমিল্লায় পরিবেশক সম্মেলনে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেছেন, ‘আমাদের সব পণ্যের প্রতি সমান নজর দিন। আপনাদের কমিশন যাতে সঠিকভাবে পান সেদিকে আমরা খেয়াল রাখব। জানুয়ারি মাসে পরিবেশকদের আরও ভালো সুবিধা দেব। ২০১৮ সালের মধ্যে নতুন মেশিনে দ্বিগুণ কোয়ালিটি পণ্য উৎপাদন করব, যাতে আপনাদের চাহিদা সম্পন্ন হয়।’ গতকাল বিকালে নগরীর কুমিল্লা ক্লাবে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড আয়োজিত কুমিল্লা অঞ্চলের পরিবেশক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন। ‘আমরা করব জয়’ এই স্লোগানে আয়োজিত সম্মেলনে কুমিল্লার পাশের ছয় জেলার পরিবেশকরা অংশ নেন। সম্মেলনে বক্তব্য দেন বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের নির্বাহী পরিচালক মাসুদুজ্জামান ও মাসুদুর রহমান, হেড অব ব্র্যান্ড ইন্টেলিজেন্স তৌফিক হাসান, মতলব উপজেলার চেঙ্গারচরের পরিবেশক জাহাঙ্গীর আলম, রামগঞ্জের মো. শরীফুল ইসলাম জুয়েল, চাটখিলের শাহাদাত হোসেন সজিব, মাইজদীর তাপস সাহা তপন, লাকসামের মোফাজ্জল হোসেন চৌধুরী, কুমিল্লার বিশ্বরোডের কমল, কসবার হাফেজ মোরশেদ সরকার, কুমিল্লা সদরের আবদুল হাই চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর