রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘রসুল (সা.)-এর তরিকাতেই কামিয়াবি’

আফজাল, টঙ্গী

টঙ্গীর তুরাগ নদের তীরে গত শুক্রবার শুরু হওয়া পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার গতকাল দ্বিতীয় দিন গুরুত্বপূর্ণ বয়ান করেন ইজতেমার শীর্ষ মুরব্বিরা। ময়দানে আসা তিন চিল্লার সাথীদের উদ্দেশে কালেমা, নামাজ, ইমান-আমল, জান্নাত-জাহান্নাম ও দাওয়াতে তাবলিগের মেহনতের ওপর গুরুত্বপূর্ণ বয়ান করা হয়। সকালে বয়ান করেন ভারতের মাওলানা জমশেদ এবং বাংলায় তর্জমা করেন বাংলাদেশি মাওলানা নুরুর রহমান। বাদ জোহর বয়ান করেন মাওলানা নাসিম আহমেদ। বাদ আসর বয়ান করেন কাকরাইল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. যোবায়ের। মাওলানা নাসিম আহমেদ তার বয়ানে বলেন, রসুল (সা.)-এর তরিকাতেই দুনিয়া ও আখিরাতের একমাত্র কামিয়াবি রয়েছে।

সর্বশেষ খবর