রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
নাসিক নির্বাচন

প্রার্থিতা প্রত্যাহারে জাসদকে কাদেরের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ১৪ দলীয় জোটের একক প্রার্থী নিশ্চিত করতে জাসদের প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ করেছেন। গতকাল আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের নেতাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তিনি জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরিন আখতারকে এ অনুরোধ করেছেন। এ নির্বাচনে জাসদ (ইনু) মনোনীত মেয়র প্রার্থী মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ। বৈঠক সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করতে শরিক দল জাসদের প্রতি অনুরোধ করেন ওবায়দুল কাদের। অনুরোধের জবাবে জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, ১৪ দলীয় জোটে আগে নাসিক নির্বাচন নিয়ে কোনো আলাপ-আলোচনা হয়নি। রবিবার ১৪ জোটের সভায় আলোচনা হতে পারে। তিনি বলেন, আমাদের প্রার্থী প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে। দলীয় ফোরামে আলোচনা করে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে নির্বাচনে অংশ নেওয়ার জন্যই আমরা আমাদের প্রার্থিতা দিয়েছি। ছাত্রলীগকে নির্দেশ : নাসিক নির্বাচনের প্রচারণায় অংশ নেওয়ার জন্য ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ এবং যেসব ছাত্রলীগ নেতা-কর্মীদের বাড়ি নারায়ণগঞ্জে তাদের নিয়ে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গতকাল এ বৈঠক হয়।

সর্বশেষ খবর