রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আইএস থেকে তামিমের অনুমতি নেওয়ার তথ্য নেই

--------------- ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘হলি আর্টিজান হামলার আগে জঙ্গি নেতা তামিম চৌধুরী আইএসের কাছ থেকে অনুমতি নিয়েছেন— এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই। এ ব্যাপারে আমাদের গোয়েন্দারা অনুসন্ধান করছেন, তদন্ত করে দেখছেন।’ গতকাল দুপুরে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে ডাচ্-বাংলা ব্যাংকের ২ কোটি টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রসঙ্গত, ১ ডিসেম্বর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে দাবি করেছে, গুলশানের হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার পরিকল্পনায় আইএসের (ইসলামিক স্টেট) অনুমোদন নিয়েছিলেন হামলার মূল হোতা বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তামিম চৌধুরী। অনুমোদন পাওয়ার পর তিনি গুলশানে হামলার সিদ্ধান্ত নেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘হলি আর্টিজানের ঘটনা বাংলাদেশে প্রথম। এটি সত্য যে, সে সময় কেবল আমরাই নই, পুরো জাতি এমন ঘটনার জন্য প্রস্তুত ছিল না। হলি আর্টিজান আমাদের চোখ খুলে দিয়েছে। এরপরই আমরা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট গঠন করেছি, নিরাপত্তা কর্মকাণ্ড ঢেলে সাজিয়েছি।’ আছাদুজ্জামান বলেন, ‘উন্নত বিশ্ব যা করতে পারেনি, সেখানে আমরা ১০০ দিনের মাথায় জঙ্গির লাগাম টেনে ধরেছি। দাবি করি এখন আমরা সক্ষম। তবে অপরাধমুক্ত সমাজ কখনো কল্পনা করা যায় না, কখনো ছিলও না। আমরা অপরাধ নিয়ন্ত্রণ করছি, কিংবা সমূলে উৎপাটনের চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘অপরাধ প্রতিরোধ একটি চলমান প্রক্রিয়া। হলি আর্টিজানের পর একাধিক অভিযান হয়েছে। আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করছি। এখনো জঙ্গিদের কিছু সহযোগী বাইরে রয়েছেন, তাদের ধরার জন্য অভিযান চলছে। তবে আমরা মনে করি না কোনো বড় ধরনের নাশকতা ঘটানোর সক্ষমতা তাদের রয়েছে।’

সর্বশেষ খবর