সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রসুলপুরে ফের উচ্ছেদ অভিযান ১৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নদী বন্দর সংলগ্ন রসুলপুর চরে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে শনিবার অপ্রীতিকর ঘটনার পর সেখানে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। গতকাল দুপুরে বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের নেতৃত্বে প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা রসুলপুর চরে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় রসুলপুর চর থেকে অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে ওই চরের বাসিন্দাদের অন্যত্র পুনর্বাসনের আশ্বাস দেন তিনি।

জেলা প্রশাসক বলেন, রসুলপুর চরে প্রায় ৮০০ হতদরিদ্র পরিবার বাস করছে। কমপক্ষে এক হাজার পরিবার পুনর্বাসন করা যায় এমন জায়গা খোঁজা হচ্ছে। জায়গা নির্ধারণ হলে রসুলপুর চর থেকে উচ্ছেদ হওয়া পরিবারগুলো সেখানে পুনর্বাসিত করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর