সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

জিয়ার কবরসহ সব স্থাপনা সরানোর দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবরসহ বিধিবহির্ভূত সব স্থাপনা সরানোর দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুরজাহান বেগম। জাতীয় সংসদে গতকাল ৭১ বিধিতে উত্থাপিত নোটিসের ভিত্তিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি জানান। নুরজাহান বেগম বলেন, সংসদের মূল নকশা লঙ্ঘন করে জিয়াউর রহমানের সমাধি করা হয়। এ ছাড়া সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিমে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তের লাগোয়া এলাকায় ৫ বিঘারও বেশি জায়গাজুড়ে জাতীয় কবরস্থান নাম দিয়ে আরও অন্তত ৭ জনের সমাধি করা হয়েছে। লুই আই কানের নকশা বাস্তবায়নের  জোর দাবি জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর