মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাটের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার

—মির্জা আজম

নিজস্ব প্রতিবেদক

পাটের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, সোনালি আঁশ পাটকে নতুন করে দেশের মানুষসহ বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে। এ জন্য কাঁচা পাটের রপ্তানি নির্ভরতা কমিয়ে পাটের অভ্যন্তরীণ ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার। বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানিতে সব ধরনের সহায়তা দেওয়া হবে। ঢাকা ক্লাবে রবিবার রাতে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মতবিনিময় সভায় কাঁচাপাট রপ্তানিকারক ও পাট ব্যবসায়ীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মন্নুজান সুফিয়ান, জুট অ্যাসোসিয়েশনের  সভাপতি শেখ সৈয়দ আলী, শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান মো. রেজাউল করিমসহ অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর