মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
সংসদে পররাষ্ট্রমন্ত্রী

ভারতের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে বাংলাদেশ-ভারত সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। ভারত এবং চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বতন্ত্র, স্বকীয় এবং উন্নয়নের পরিভাষায় একে অপরের পরিপূরক। এ প্রেক্ষাপটে চীনের প্রেসিডেন্টের (সাম্প্রতিক) সফরে কোনো নেতিবাচক প্রভাব কোথাও পড়বে বলে আমরা মনে করি না। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ত্রয়োদশ অধিবেশনে গতকাল সরকারদলীয় সংসদ সদস্য মমতাজ বেগমের (মানিকগঞ্জ-২) এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি ‘সকল দেশের সাথে বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়’। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ এবং ভূ-রাজনৈতিক অবস্থানগত বাস্তবতার নিরিখে রচিত। অন্যদিকে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অর্থনৈতিক, প্রযুক্তি ও প্রকল্প সহযোগিতা এবং বাণিজ্য অর্থায়নসহ উন্নয়ন রাজনীতির বহুধাপবিশিষ্ট ধারায় প্রবাহিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর