শিরোনাম
মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নিরপেক্ষ ব্যক্তির অধীনে সার্চ কমিটি করুন : নজরুল

নিজস্ব প্রতিবেদক

নতুন নির্বাচন কমিশনের (ইসি) জন্য নিরপেক্ষ ব্যক্তির অধীনে সার্চ কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সার্চ কমিটি গঠনের জন্য সাংবিধানিকভাবে একটি প্রক্রিয়া থাকা উচিত। এই কমিটি গঠন করা হবে কোন এক বড় পদের ব্যক্তির অধীনে। কিন্তু তিনি যে নিরপেক্ষ হবেন—তারই-বা নিশ্চয়তা কোথায়? কারণ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ভিসিকেও রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়। গতকাল দুপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ইসি পুনর্গঠনে বিএনপি চেয়ারপারসনের দেওয়া প্রস্তাবকে বিবেচনায় নেওয়ার আহ্বান জানান। শফিউল বারী বাবুর সভাপতিত্বে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর