মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হলে প্রতিবেদন দেওয়ার নির্দেশ

নারী ও শিশু নির্যাতন আইনের মামলা

নিজস্ব প্রতিবেদক

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা নির্ধারিত সময়ে নিষ্পত্তি না করতে পারলে তার কারণ ব্যাখ্যা করে সংশ্লিষ্ট আদালতের বিচারক, পাবলিক প্রসিকিউটর (পিপি) ও তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।  সুপ্রিমকোর্ট, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান। স্ত্রী হত্যার অভিযোগে মিলাদ  হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে গত বছরের ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় মামলা হয়। ঘটনার দিনই তাকে পুলিশ গ্রেফতার করে।

এরপর থেকে তিনি কারাগারে। ওই বছরের শেষের দিকে মামলাটি চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ বিচারের জন্য যায়। গত ২১ মার্চ আসামির বিচার শুরু হয়। অভিযোগ গঠনের পর সাত মাসেও কোনো সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা সম্ভব হয়নি। অথচ আইন অনুসারে ১৮০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান রয়েছে। এ অবস্থায় আসামির জামিনের আবেদন করেন আইনজীবী কুমার দেবলু দে। মিলাদ হোসেনের মামলা ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর