শিরোনাম
মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চারজনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক ঘটনায় গতকাল চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন রামপুরায় গণেশ চন্দ্র সরকার (৫০), সায়েদাবাদে রুকু রহমান (২৫), খিলগাঁওয়ে সোহেল রানা (২০) ও কারওয়ান বাজারে অজ্ঞাত পুরুষ (৩৫)।

রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, দুপুরে গুলিস্তানগামী বন্ধু পরিবহনের দুটি বাস রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে এসে একে-অপরকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের আইল্যান্ডে উঠে উল্টে যায়। এতে ওই বাসের যাত্রী গণেশ চন্দ্র সরকার মারা যান। এ ঘটনায় আরও ৪-৫ জন যাত্রী আহত হয়েছেন। মৃতের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীতে। যাত্রাবাড়ী থানার ওসি আনিছুর রহমান জানান, দুপুরে সায়েদাবাদ বাস টার্মিনালে সুরমা পরিবহনের একটি বাস চাপায় রুকু রহমান নামে এক হকারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। মৃতের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। খিলগাঁও থানার এসআই জাহিদুর রহমান জানান, সকালে দক্ষিণ বনশ্রী এলাকার কে ব্লকের ৬২ নম্বর খালি ফ্লাটের পাইলিংয়ের কাজ করার সময় মেশিনের সঙ্গে চাদর পেঁচিয়ে সোহেল রানা নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাবার নাম সেজু মিয়া। বাড়ি জামালপুরের ইসলামপুরে। এদিকে ঢাকা রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক জানান, গতকাল সকালে কারওয়ান বাজার রেল লাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর