বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো জোড় ইজতেমা

অংশ নেন ৪-৫ লাখ চিল্লার সাথী

টঙ্গী প্রতিনিধি

টঙ্গীর তুরাগ নদের তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গতকাল তাবলিগ জামাতের এবারের জোড় ইজতেমা শেষ হয়েছে। এবার সারা দেশের ৪-৫ লাখ তিন চিল্লার সাথী জোড় ইজতেমায় অংশ নেন। ৫ দিনব্যাপী জোড় ইজতেমা গত ২ ডিসেম্বর শুরু হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি ভারতের মাওলানা জমসেদ আলী। বেলা সাড়ে ১১টায় মোনাজাত শুরু হয়ে ১১টা ৪৫ মিনিটে শেষ হয়। এবারের জোড় ইজতেমায় ৮ মুসল্লির মৃত্যু হয়েছে। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের জিম্মাদার প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন বলেন, চিল্লাধারী মুসল্লিদের দেশের প্রত্যন্ত অঞ্চলে ইসলামের দাওয়াতের কাজে ছড়িয়ে পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আগামী ১৩ জানুয়ারি শুরু হবে ২০১৭ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর দ্বিতীয় পর্ব ২০ জানুয়ারি শুরু হয়ে ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।

পথে পথে মুসল্লিদের দুর্ভোগ : পর্যাপ্ত পরিবহন না থাকার কারণে জোড় ইজতেমায় আসা মুসল্লিদের পথে পথে দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেকে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাস না পেয়ে পুনরায় ইজতেমা ময়দানে গিয়ে অবস্থান নেন। অন্যদিকে বিপুল সংখ্যক যাত্রিবাহী বাস ইজতেমা ফেরত মুসল্লিরা রিজার্ভ করে ফেলায় দুপুর থেকে এ রুটে স্বাভাবিকভাবে চলাচলকারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

সর্বশেষ খবর