বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ডিবি পরিচয়ে বিএডিসির প্রকৌশলীকে অপহরণ!

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে আবদুর রউফ নামে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সাবেক প্রধান প্রকৌশলীকে অপহরণের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে রংপুর নগরীর কেরানীপাড়ার তার বাড়ি থেকে তুলে নেওয়া হলেও গতকাল পর্যন্ত সন্ধান পায়নি স্বজনরা। এ ঘটনায় প্রকৌশলীর ছোট ভাই আবদুস সালাম প্রধান সোমবার রাতে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি ও অপহৃতের ভাই সূত্রে জানা গেছে, বিএডিসির সাবেক প্রধান প্রকৌশলী আবদুর রউফ (৬৫) তার কেরানীপাড়ার বাড়ি ভাড়া দিয়ে স্ত্রীকে নিয়ে ঢাকায় মেয়ের সঙ্গে থাকেন। শুক্রবার সন্ধ্যায় তিনি একাই ভাড়া নিতে আসেন। পরদিন দুপুরে ৪-৫ জন সাদা পোশাকধারী নিজেদের ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকেন। এ সময় সাদা পোশাকধারীরা রউফকে জরুরি কথা আছে বলে বাড়ির বাইরে নিয়ে যায়। এরপর আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি কালো রঙের মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে চলে যায়। রংপুর ডিবির ওসি জাহিদুর রহমান চৌধুরী বলেন, কেরানীপাড়ায় ডিবি পুলিশ কোনো অভিযান চালায়নি। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, নিখোঁজ রউফের ভাই জিডি করেছেন। তার সন্ধান করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর